GST কমলেও ক্রমশ ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম: কেন্দ্রীয় রিপোর্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১০: উৎসবের মরশুমে আবারও চাপে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে বাড়ছে। সোমবার প্রকাশিত কেন্দ্রীয় সরকারের পাইকারি মূল্য সূচক রিপোর্ট অনুযায়ী আগস্ট থেকে খাদ্য, বস্ত্র সহ একাধিক সাধারণ পণ্যের দাম ঊর্ধ্বমুখী।
মাত্র এক মাস আগেই রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছিল, মূল্যবৃদ্ধির হার নাকি আট বছরের মধ্যে সর্বনিম্ন। তবে তখনও নীতি নির্ধারণ কমিটি রেপো রেটে (Repo Rate) ছাড় দেয়নি। অর্থনীতিবিদদের মতে, সেটাই ছিল সতর্কতা-মূল্যবৃদ্ধি ফের মাথাচাড়া দিতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল।
সরকারি রিপোর্ট বলছে, এতদিন ঋণাত্মক থাকা পাইকারি মূল্য সূচক উঠে এসেছে ০.৫২ শতাংশে। এর ফলে খুচরো বাজারেও চাপ বাড়বে, মুদ্রাস্ফীতির হার আরও উর্ধ্বমুখী হবে বলেই আশঙ্কা।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, সরকার বারবার দাবি করছে ব্যবসায়ীরা যাতে জিএসটি (GST) হ্রাসের সুযোগ নিয়ে দাম না বাড়ায়, তার ওপর কড়া নজর রাখা হচ্ছে। কিন্তু সরকারি রিপোর্টই জানাচ্ছে, খাদ্যপণ্য, টেক্সটাইল, বৈদ্যুতিন যন্ত্রপাতি, পরিবহণ সামগ্রী, নন-মেটালিক খনিজ পণ্য সহ একাধিক ক্ষেত্রে দাম বৃদ্ধি হয়েছে। অর্থাৎ এমআরপি (MRP) না বাড়িয়ে এই দামবৃদ্ধি সম্ভব নয়।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক কারণেও চাপ বাড়ছে। বিশেষ করে টেক্সটাইল ও ইলেকট্রিক্যাল পণ্যের রপ্তানি ধাক্কা খেয়েছে আমেরিকার বাড়তি শুল্কে। মার্কিন যুক্তরাষ্ট্রে চাহিদা কমায় দেশীয় বাজারেই দাম বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছে ব্যবসায়ী মহল। একইভাবে রত্ন ও অলঙ্কারের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
ফলে, জিএসটি কাঠামোয় পরিবর্তন থেকে যে সুরাহার আশা করেছিল সাধারণ মানুষ, উৎসবের আগেই সেই আশায় জল ঢেলে দিল মূল্যবৃদ্ধি।