আজও রিটার্ন জমা দেওয়ার সুযোগ, একদিন বাড়ল IT Return-র সময়সীমা

September 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: আরও একদিন বাড়ান হলো আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সময়সীমা। রিটার্ন জমা দেওয়ার নতুন সময়সীমা ১৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ পর্যন্ত। পূর্ব ঘোষণা মতো শেষ দিন ছিল ১৫ সেপ্টেম্বর। জানা যাচ্ছে, ই-ফাইলিং পোর্টালের প্রযুক্তিগত সমস্যার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে আয়কর মন্ত্রক।

প্রতি বছর ৩১ জুলাই অবধি রিটার্ন দাখিল করা যায়। এবার তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। ফের একদিন সময় বাড়ল। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) বিজ্ঞপ্তিতে বলেছে, “প্রযুক্তিগত উন্নয়ন ও ফাইলিং ইউটিলিটি আপডেটের জন্য ১৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ২.৩০ পর্যন্ত ই-ফাইলিং পোর্টালে রক্ষণাবেক্ষণের কাজ চলবে।” আরও জানানো হয়েছে, করদাতাদের সুবিধার জন্য আয়কর দপ্তরের হেল্পডেস্ক ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। ফোন কল, লাইভ চ্যাট, ওয়েবেক্স সেশন এবং সোশ্যাল মিডিয়া মারফত সাহায্য পাওয়া যাবে।

চলতি বছর রেকর্ডসংখ্যক ৭.৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। গত বছর জমা পড়েছিল ৭.২৮ কোটি। উল্লেখ্য, দেরিতে রিটার্ন জমা দিলে আয়কর আইনের ২৩৪এফ ধারায় জরিমানা দিতে হবে। ৫ লক্ষ টাকার বেশি আয়ের করদাতাদের ক্ষেত্রে জরিমানা ৫,০০০ টাকা। ৫ লক্ষ টাকার নীচে আয়ের করদাতাদের জরিমানা ১,০০০ টাকা। এছাড়াও ২৩৪এ ধারায় বাকি ট্যাক্সের ওপর মাসে ১% হারে সুদ ধার্য হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen