কৃষকদের ক্ষতিপূরণ না-দিয়ে, বিহারে এক টাকা একরে মোদীর বন্ধু কর্পোরেটকে জমি দেওয়ার অভিযোগ

September 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: তৈরি হবে পাওয়ার প্লান্ট, প্রয়োজন জমির। অভিযোগ, কৃষকদের থেকে জমি নিয়ে হলেও, তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। কোটি কোটি টাকা দামের জমি তুলে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু ব্যবসায়ীকে। বছরে মাত্র এক টাকা একরে বিহারে ৩৩ বছরের জন্য লিজে দেওয়া হচ্ছে হাজার একর জমি! সোমবার মোদী সরকারের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছে কংগ্রেস। তাদের অভিযোগ, বিহারে ডবল ইঞ্জিন লুঠ চলছে।

কংগ্রেস দাবি, বিহারের ভাগলপুরে কেবল ১,০৫০ একর জমি নয়। জমিতে থাকা প্রায় ১০ হাজার আম, লিচু এবং সেগুন গাছও নিয়ে নেবেন মোদীর কর্পোরেট বন্ধু। ওই জমিতে বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে। উৎপাদিত বিদ্যুৎ বিহারের বাসিন্দাদের ইউনিট পিছু ৬ টাকা ৭৫ পয়সা দামে কিনতে হবে।

ভোটমুখী বিহারে ঘনিষ্ঠ-শিল্পপতিকে সুযোগ পাইয়ে দেওয়াকে আক্রমণ করতে ছাড়েনি হাত শিবির। নাম না-করে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, ভাগলপুরের জমি মোদীর যে কর্পোরেট বন্ধুকে দেওয়া হচ্ছে, তাঁর হাতেই এখন দেশের বেশিরভাগ বিমানবন্দর, বন্দর, খনি তুলে দেওয়া হয়েছে। কংগ্রেস নেতার প্রশ্ন, দেশে কি আর কোনও বিনিয়োগকারী নেই? কেন প্রধানমন্ত্রীর বন্ধুকেই এই যাবতীয় সুবিধা দেওয়া হবে? কৃষকের থেকে জমি নিয়ে কেন মাত্র এক টাকায় দেওয়া হবে? ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্লান্ট তৈরি করতে ২১,৪০০ কোটি টাকা খরচ হবে। পবন খেরার প্রশ্ন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যেখানে প্রতি ইউনিট বিদ্যুৎ চার টাকা, মহারাষ্ট্রে তিন টাকায় বিক্রি করছেন প্রধানমন্ত্রীর ব্যবসায়ী বন্ধু, বিহারে দাম কেন দ্বিগুন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen