আর মুখ্যমন্ত্রীর কুর্সি নয়! NDA জিতলে নীতিশ কি বিহারের শিন্দে হবেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: দোরগোড়ায় বিহারের ভোট (Bihar Election)। কিন্তু NDA ক্ষমতায় ফিরলে নীতীশ কুমারই (Nitish Kumar) কি ফের মুখ্যমন্ত্রী হবেন? ভোটের পর কী হবে? নতুন করে জল্পনা শুরু হয়েছে পূর্ণিয়া মোদীর ভাষণের পর।
পূর্ণিয়া বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন এবং রাজ্যের জন্য ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণার পর জনসভায় মোদী প্রথা মেনে রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করেন কেবল। বিগত সভাগুলির মতো এদিনের সভায় ঘন ঘন নীতীশের নাম নেননি মোদী। বিহারের উনয়নের কৃতিত্বও নীতিশকে দেননি মোদী। এনডিএ ক্ষমতায় থেকে গেলেও নীতীশই যে ফের মুখ্যমন্ত্রী হবেন, এমন কথা একবারের জন্যও উচ্চারণ করেননি মোদী।
তবে মোদীর ভাষণ শুরুর আগে মুখ্যমন্ত্রী নীতীশ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, তিনি কথা দিচ্ছেন আর শিবির বদল করবেন না। অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে না। নীতীশ আরও বলেন, তিনি ভুল করেছেন এবং এজন্য তিনি ক্ষমাপ্রার্থী।
মুখ্যমন্ত্রী তথা JDU সভাপতির এমন কাতর আবেদনের পরও মোদীর নীরবতায় নীতীশের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। প্রকাশ্যে মুখ না-খুললেও নীতীশের দলের বহু মন্ত্রী-বিধায়ক প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। নীতীশের আচরণ নিয়ে অবাক এবং ক্ষুব্ধ তাঁরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতিশের হাল হবে মহারাষ্ট্র একনাথ শিন্দের মতো। যে শিন্দে শিবসেনাকে টুকরো করে বিজেপিকে ক্ষমতায় আনল। সেই বিজেপিই শিন্দেকে সাইড লাইনের বাইরে বার করে দিল বিধানসভা নির্বাচনে জেতার পর। নীতিশের জন্যেও কি তেমন কিছুই অপেক্ষা করছে?