আজই উদ্বোধন উডবার্ন 2.0-র

September 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: আরও একটি উডবার্ন ওয়ার্ড পাচ্ছে বাংলা। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করবেন। ১০২ টি কেবিন এবং ৮ টি স্যুইট নিয়ে তৈরি হয়েছে উডবার্ন ২। ব্যয় হয়েছে প্রায় ৬৬.৬৩ কোটি টাকা।

এক সময় শুধুমাত্র ভিআইপি পরিচয় ছাড়া উডবার্নে চিকিৎসা পাওয়া যেত না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই বিশেষ ওয়ার্ড খুলে দেওয়া হবে সকলের জন্য। উডবার্নের পুরনো ভবনে সিঙ্গল, ডাবল এবং স‍্যুইট গুলোর আলাদা আলাদা ভাড়া ধার্য ছিল। নতুন উডবার্ন ২ -এ অভিন্ন চার্জ ধার্য করার কথা ভাবা হয়েছে। দ্বিতীয় উডবার্নে সিসিইউ এবং অপারেশন ফেসিলিটি থাকবে। জানা যাচ্ছে, ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে’র পাশাপাশি চারটি রাষ্ট্রাত্ত সংস্থার স্বাস্থ্য বিমার ক্যাশলেশ পরিষেবা মিলবে এখানে।

‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ মডেলে পরিচালিত উডবার্ন ওয়ার্ডে রয়েছে তিন রকমের কেবিন।
স্বাস্থ্যকর্তাদের মতে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরিষেবা বাইরে পেতে অর্থাৎ প্রাইভেটে দেখাতে গিয়ে বিপুল পরিমাণ টাকা খরচ করে ফেলেন রোগীরা। উডবার্ন ২ ওয়ার্ডে সেই খরচ সাধ্যের মধ্যে থাকবে বলে আশা স্বাস্থ্যকর্তাদের। SSKM-এ বহির্বিভাগে বা জরুরি বিভাগে চিকিৎসা করতে আসা কোনও রোগী ইচ্ছা প্রকাশ করলে উডবার্ন ২-তে ভর্তি হতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen