ভাদ্র সংক্রান্তির দিন মনসাপুজোয় মেতে ওঠে রাঢ় বাংলা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: ভাদ্র সংক্রান্তির দিন মনসাপুজোয় মেতে ওঠে রাঢ় বাংলা। ভাদ্র মাসের শেষ দিনে অর্থাৎ ভাদ্র সংক্রান্তিতে মনসাপুজো রীতিমতো লৌকিক উৎসবের রূপ ধারণ করেছে। মা মনসা গ্রাম বাংলার লোকিক আচারের এক অন্যতম দেবী।
পুরাণ মতে, ঋষি কশ্যপের মন থেকে মনসা দেবীর জন্ম, তাই তার নাম হয় মনসা। মঙ্গলকাব্য অনুযায়ী তিনি শিবের কন্যা। সাপের দেবী। সর্প দংশন থেকে রক্ষা পেতেই দেবীর পুজো করে বাংলা।
জৈষ্ঠ্য মাসের দশহারা থেকে আশ্বিন সংক্রান্তি অবধি বাংলায় মনসার আরাধনা করা হয়। ভক্তদের বিশ্বাস, সাপের কামড় থেকে দেবী রক্ষা করেন। ভাদ্র সংক্রান্তির দিন রান্নাপুজো উপলক্ষে রাঁধা খাবার দেবীকেই নিবেদন করা হয়।
আগের দিনের বাসি রান্না যা নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয় তাই খাওয়া হয় পয়লা আশ্বিন।
পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুরের কিছু অংশে, বাঁকুড়ায় বাড়িতে বাড়িতে এদিন মনসার আরাধনা করা হয়। ভাদ্র সংক্রান্তিতে গ্রাম বাংলার ঘরে ঘরে মা মনসার মূর্তি স্থাপন করে ঘট বসিয়ে দেবী মনসার উপাসনা করা হয়। রান্নাঘরের একটি নির্দিষ্ট স্থানে ঘটে ফণিমনসা গাছের ডাল দিয়ে মনসার ঘট স্থাপন করে। এই তিথিতে দেবীর উদ্দেশে বলিদানও করা হয়। হাঁস বলির রেওয়াজ রয়েছে বাংলার নানা এলাকায়।