পাকিস্তানে গৃহযুদ্ধের আঁচ? খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে নিহত ৩১ জঙ্গি

September 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৬:  পাকিস্তানে দীর্ঘদিন ধরেই চলছে বিদ্রোহ। খাইবার পাখতুনখোয়া ও ওয়াজিরিস্তানসহ বিভিন্ন এলাকায় বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ চালাচ্ছে। একদিকে সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর লড়াই, অন্যদিকে সেনা অভিযানের কারণে দেশটিতে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।

পাকিস্তান সেনা সম্প্রতি তেহরিক-ই-তালিবান (TTP) সশস্ত্র সংগঠনকে লক্ষ্য করে দুটি অভিযান চালিয়েছে। ১৩ ও ১৪ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত ও বান্নু জেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে মোট ৩১ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) জানিয়েছে, প্রথম অভিযানে ১৪ জন এবং দ্বিতীয় অভিযানে ১৭ জন জঙ্গি নিহত হয়েছেন।

এছাড়া গত ১০ থেকে ১৩ সেপ্টেম্বর চলা অভিযানেও ৪৫ জন জঙ্গির মৃত্যু হয়েছিল, যার মধ্যে ১৯ জনই খাইবার পাখতুনখোয়ায়। গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়েছিল বলে জানা গিয়েছে।

খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং পাক-আফগান সীমান্তবর্তী এই অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরেই বিদ্রোহী কার্যকলাপ চলছে। এরা আফগানিস্তানের মদতপ্রাপ্ত টিটিপি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি জানাচ্ছে। ফলে পাক সেনার উপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে।

গত শনিবার ভোরে ফকির সরাই এলাকায় সেনার কনভয়ে হামলায় ১২ জন সেনা নিহত হয়েছেন। জুন মাসে উত্তর ওয়াজিরিস্তানের ফিঁদায়ে হামলায় ১৬ জন জওয়ানের মৃত্যু ঘটে। এই ধারাবাহিক সংঘর্ষের প্রেক্ষিতে ওয়াকিবহাল মহলের একাংশের আশঙ্কা, পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে পাকিস্তানে যে কোনও সময় ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen