পরিযায়ী শ্রমিকদের সম্মানে বিশ্বকর্মা পুজোর ছুটি, সমাজ মাধ্যমে জানালেন মমতা

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪৫: চলতি বছর বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বুধবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর সকালে এর কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, সরকারি ছুটি পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সম্মান জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যবাসীকে বিশ্বকর্মার পুজোর শুভেচ্ছাও জানান তিনি। X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘এবারে আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোতে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি।’’


সম্প্রতি দেশের একের পর এক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলায় কথা বলার কারণে শ্রমিকদের হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে এই ঘটনার প্রতিবাদ করেছেন। শ্রমিকদের রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন। লাগাতার আন্দোলন চালাচ্ছে তাঁর দল।

এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যে ফিরে আসা শ্রমিকরা যতদিন না কাজের সুযোগ পাচ্ছেন, ততদিন মাসিক ৫ হাজার টাকা করে ভাতা পাবেন। অন্যান্য সরকারি পরিষেবা ও সুবিধা তাঁরা পাবেন।

পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে ছুটির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আজ তারই আনুষ্ঠানিক ঘোষণা হল। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা রীতিমতো রাজ্য রাজনীতির ইস্যু হয়ে উঠেছে। এই আবহে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে ছুটি ঘোষণা; রাজনৈতিক মহলের মতে খুবই তাৎপর্যপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen