ভোলবদল! আরজি কর আন্দোলনে অনুদান ফেরানো ক্লাবগুলোই এবার সরকারি সাহায্যের জন্য ছুটছে

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.১১: বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল ছবি। ১৮০ ডিগ্রি ভোল বদলে ফের অনুদানের লাইনে
গত বছর আরজি কর (RG Kar) আন্দোলনে সরকারি অনুদান ফেরানো বারাসতের একাধিক পুজো কমিটি। সমাজ মাধ্যমে গত বছর জুটেছিল ‘বিপ্লবী’ তকমা। কিন্তু এক বছরের মধ্যেই নিভে গেল বিপ্লবের বহ্নিশিখা!

গত বছর অনুদান ফেরানো কমিটিগুলোর অধিকাংশই এবারে রাজ্যের পুজো অনুদান পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। অনুদান মেলা নিশ্চিত করতে, সংশ্লিষ্ট পুজো কমিটিগুলি জনপ্রতিনিধি থেকে পুলিশকর্তা কারও কাছে দরবার করতে ত্রুটি রাখছেন না!বারাসতের হেলাবটতলা, কলোনি মোড় সহ একাধিক ক্লাব অনুদান প্রত্যাখ্যান করেছিল। এবার অনুদানের অঙ্ক বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা হয়েছে। বিদ্যুৎ বিলের ৮০ শতাংশ ছাড়, ফায়ার লাইসেন্স ফি মকুব; রাজ্য সরকারের দেওয়া সুযোগ, সুবিধায় উপকৃত হচ্ছে পুজো উদ্যোক্তারা।

গত বছর যাঁরা না বলেছিলেন, তাঁরা রীতিমতো পস্তাচ্ছেন। যেসব ক্লাব অনুদান ফিরিয়েছিল, তারাই থানায় অনুদান ফেরানোর নানা কারণ জানিয়ে মুচলেকা দিচ্ছে।
অনুদান বিতরণ হয় পুলিশের মাধ্যমে। গতবার যেসব ক্লাব অনুদান ফেরত দিয়েছিল, তাদের কয়েকটি ইতিমধ্যেই আবেদন জমা দিয়েছে বলে নিশ্চিত করছেন পুলিশের কর্তারা। এ খবর প্রকাশ্যে আসতেই রব উঠছে নানা মহলে। কেউ কেউ টিপ্পনী কাটছেন, ‘বিপ্লব শেষ?’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen