ICC-র্যাঙ্কিংয়ে ইতিহাস! বিশ্বের সেরা টি-২০ বোলার হলেন বরুন চক্রবর্তী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ভারতীয় ক্রিকেটের নতুন ইতিহাস রচনা করলেন তামিলনাড়ুর স্পিনার বরুন চক্রবর্তী। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে পিছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ে উঠে এলেন বিশ্বের ১ নম্বর টি-২০ বোলার হিসেবে। একসময় যিনি ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার জন্য চরম সমালোচিত হয়েছিলেন, আজ তিনি সেই সমালোচকদের মুখ বন্ধ করে শীর্ষে জায়গা করে নিলেন।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরসাহিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতায় চক্রবর্তীকে দোষারোপ করা হয়েছিল। তাঁর বলিংয়ে ধার না থাকায় তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে চলেছিল ট্রোল। কিন্তু হাল না ছেড়ে নিজের খেলা আরও নিখুঁত করতে কঠোর পরিশ্রম শুরু করেন এই স্পিনার। দীর্ঘ প্রস্তুতির পর ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে অসাধারণ ছন্দে ফেরেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালেও বল হাতে ম্যাচ ঘোরানোর দক্ষতা দেখাচ্ছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৫ সালের শুরুর দিকে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করে ফের আলোচনায় আসেন চক্রবর্তী। এরপর এশিয়া কাপে ভারতের হয়ে প্রথম ম্যাচে ১/৪ এবং পাকিস্তানের বিরুদ্ধে ১/২৪ নিয়ে ব্যাটারদের চাপে রাখেন। ২০২৪ সালে মাত্র সাত ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি, গড় ছিল অবিশ্বাস্য ১২.৪১।
আইসিসির হিসেব অনুযায়ী, জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণয়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে বরুন চক্রবর্তী বিশ্বের সেরা টি-২০ বোলার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। বর্তমানে তাঁর রেটিং ৭৩৩, যা তিনি পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে ম্যাচে অর্জন করেন।
বর্তমান শীর্ষ ৫ টি-২০ বোলার:
১. বরুন চক্রবর্তী (ভারত) – ৭৩৩
২. জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড) – ৭১৭
৩. আকেয়াল হোসেইন (ওয়েস্ট ইন্ডিজ) – ৭০৭
৪. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) – ৭০০
৫. আদিল রশিদ (ইংল্যান্ড) – ৬৯৬
৩৪ বছর বয়সী এই স্পিনারের সাফল্যের কাহিনি ক্রিকেটপ্রেমীদের জন্য অনুপ্রেরণা। ব্যর্থতা সত্ত্বেও নিজের খেলা নতুনভাবে গড়ে তুলে তিনি প্রমাণ করেছেন, দৃঢ় মনোবল ও পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়। আজ বরুন চক্রবর্তী শুধু র্যাঙ্কিংয়ে নন, বিশ্ব ক্রিকেটের হৃদয়েও জায়গা করে নিয়েছেন।