Durga Puja 2025: পুজোর ভিড়ে দলছুট হলেও চিন্তা নেই, Helpline চালু লালবাজারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: পুজো মানেই ঠাকুর দেখা। ভিড়ে মণ্ডপ দর্শনে বেরিয়ে বাচ্চা বা বয়স্করা যদি হারিয়ে যান বা দলছুট হয়ে পড়েন, তৎক্ষণাৎ যোগাযোগ করতে হবে কলকাতা পুলিশের সঙ্গে, মিলবে সুরাহা। খুঁজে পাবেন নিকটজনকে। হেল্প লাইন চালু করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
পুজোর পাঁচ দিনের জন্য লালবাজার হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল ৯১৬৩৭৩৭৩৭৩। এছাড়াও লালবাজার কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। কন্ট্রোল রুমের তিনটি নম্বর হল— ১০০, ০৩৩-২২৫০-৫০৯০, ০৩৩-২২১৪-৩২৩০। নিখোঁজ হয়ে যাওয়া কারও সম্পর্কে পুলিশকে জানাতে লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’-এ যোগাযোগ করতে পারেন। মিসিং পার্সন স্কোয়াড-র নম্বর হল ০৩৩-২২৫০-৫১৫৩ এবং ০৩৩-২২১৪-১৮৩৫।
হেল্প লাইনের নম্বরগুলি ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ১ অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকবে। জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। আর কদিন পরেই শুরু হবে উমার আরাধনা। উৎসবে ভেসে যাবে কলকাতা সহ গোটা বাংলা। ভিড় নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে উৎসব পরিচালনায় উদ্যোগী হয়েছে রাজ্যের পুলিশ ও প্রশাসন।