পুজোয় প্যান্ডেল হপিং হবে আরও আরামদায়ক, উত্তর কলকাতায় চালু হচ্ছে AC বাস পরিষেবা

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: বাঙালিদের কাছে দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং। শহরের নামী পুজো ঘুরে দেখার লোভ সামলানো মুশকিল। সেই উৎসাহ-উদ্দীপনায় ভর করেই প্রতি বছরের মতো এ বারও উত্তর কলকাতার বনেদি বাড়ি থেকে শুরু করে সর্বজনীন পুজো দর্শনের জন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দপ্তর।

বারাসতের কলোনি মোড় থেকে মিলবে এই সুবিধা। সপ্তমী, অষ্টমী ও নবমী-তিন দিনই সকাল ৯টা ১৫ মিনিটে বাস ছাড়বে।

বাসের ধরন ও ভাড়া

– এসি ভলভো বাসে পুজো দর্শনের ভাড়া মাথাপিছু ২৩০০ টাকা।
– নন-এসি বাসে ভাড়া মাথাপিছু ৫৫০ টাকা।

মহাষ্টমীর দিন বারাসত থেকে একটি এক্সিকিউটিভ বাস ছাড়বে জয়রামবাটি ও কামারপুকুরের পুজো দর্শনের জন্য। সঙ্গে থাকবে ভোগের ব্যবস্থাও। ভোর সাড়ে চারটেয় ছাড়বে বাসটি। এর ভাড়া নির্ধারণ করা হয়েছে মাথাপিছু ৯০০ টাকা।

– বারাসতের তিতুমির বাসস্ট্যান্ড ও কলোনি মোড় থেকে অগ্রিম টিকিট বুকিং করা যাবে।
– অনলাইন বুকিংয়ের সুবিধা মিলবে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে: www.wbtconline.in

পুজোর ভিড় এড়িয়ে শহরের নামী পুজোগুলি ঘুরে দেখতে চাইলে এই বিশেষ বাস পরিষেবা যাত্রীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen