রাজ্য বিভাগে ফিরে যান

“উত্তরপ্রদেশে চলছে মাফিয়ারাজ” বললেন দিলীপ ঘোষ

October 5, 2020 | < 1 min read

গতকাল সন্ধ্যায় টিটাগড় থানার সামনে বাইকে চড়ে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ঢুকে মণীশ শুক্লাকে লক্ষ্য করে পরপর ৭ রাউন্ড গুলি চালায়। তাতেই কার্যত ঝাঁজরা হয়ে যান অর্জুন সিং ঘনিষ্ঠ তরুণ নেতা। তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। ঘটনার পরই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অর্জুন সিং থেকে সৌমিত্র খাঁরা।

এই পরিস্থিতিতে সোমবার মনীশ শুক্লা হত্যা প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যকে দুষতে গিয়ে বললেন, “উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়ারাজ শুরু হয়েছে বাংলায়।” রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যে তুঙ্গে বিতর্ক।
হাথরাস ইস্যুতে উত্তাল গোটা দেশ। যোগী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অধিকাংশই। নির্যাতিতাকে সুবিচার দেওয়ার দাবিতে পথে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতির মুখে মনীশ শুক্লা হত্যা প্রসঙ্গে বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক সমালোচকদের মতে, দিলীপবাবুর এদিনের মন্তব্যই বুঝিয়ে দিল যোগীর উত্তরপ্রদেশ ও নীতিশ কুমারের বিহারের পরিস্থিতি। তবে তৃণমূলকে বিঁধতে গিয়ে আদতে রাজ্য বিজেপির সভাপতি এদিন দলেরই অস্বস্তি বাড়ালেন, তা বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #dilip ghosh

আরো দেখুন