টার্গেট দলিত-আদিবাসী ভোটার! ফের ‘ভোট চুরি’র প্রমাণ দিয়ে বোমা ফাটালেন রাহুল গান্ধী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: আবারও ‘ভোট চুরি’ (Vote Chori) নিয়ে বোমা ফাটালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার আরও বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদের অভিযোগ, নির্দিষ্ট কিছু কেন্দ্রে পরিকল্পনামাফিক বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কোথাও আবার অবৈধভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কর্নাটকের (karnataka) অলন্দ বিধানসভা কেন্দ্রের উদাহরণ দেন রাহুল। অলন্দ বিধানসভা কেন্দ্রের ৬,০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, কংগ্রেস যে যে বুথগুলিতে শক্তিশালী, মূলত সেই বুথগুলিতে পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। অভিযোগ, বেছে বেছে কংগ্রেস-সমর্থক, দলিত-আদিবাসী ভোটারদের নাম মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে। নির্দিষ্ট কিছু সংস্থা এবং কল সেন্টারের মাধ্যমে এমনটা করা হচ্ছে। নীরব দর্শকের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন (Election Commission of India)।
কিছুদিন আগে কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় লক্ষাধিক ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল। তবে এবার আর ভুয়ো ভোটারদের নয়, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। কর্নাটক সিআইডি এই বিষয়ে তথ্য চাইলেও নির্বাচন কমিশন তথ্য দিতে চাইছে না। এতেই রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশন ভোটাচোরদের আড়াল করার চেষ্টা করছে।