Kolkata Metro: বুধের পর বৃহস্পতি! আবারও গ্রিন লাইনে ব্যহত মেট্রো পরিষেবা

September 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও গ্রিন লাইনে ব্যহত মেট্রো পরিষেবা। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলছে না। যার জেরে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। আংশিকভাবে মেট্রো চলছে।

বৃহস্পতিবার সকাল সওয়া দশটা নাগাদ সমস্যা শুরু হয়। শোনা যাচ্ছে, সফটওয়্যারে সমস্যা দেখা দেওয়ায় গ্রিন লাইনে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মাঝে পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে। যে অংশে সমস্যা, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

গতকাল অর্থাৎ বুধবার সকালে গ্রিন লাইনে সমস্যা দেখা দেয়। প্রায় তিন ঘণ্টা পর পুরোপুরি স্বাভাবিক হয় পরিষেবা। ২৪ ঘণ্টা পেরনোর আগে আবারও মেট্রো বিভ্রাট হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen