চটুল, অশ্লীল মন্তব্য করে বেড়ানো সুচিত্রাকে ঢাক-ঢোল পিটিয়ে যোগদান! প্রশ্ন BJP-র অন্দরেই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: বছর ঘুরলেই বাংলায় নির্বাচন। কিন্তু বিজেপি যেন কিছুতেই ‘মোমেন্টাম’ পাচ্ছে না বাংলায়। ছন্নছাড়া দশা কাটছেই না। কঙ্কালসার সংগঠন, তলানিতে ঠেকা জনভিত্তি আর দিশাহীন নেতৃত্বের অভাবে ভোটের লড়াই থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে বিজেপি। এবার নেটপাড়ায় একজনকে মহাসমারোহে বিজেপিতে যোগদান করালেন শুভেন্দু অধিকারী। যা ঘিরে খোদ বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে।
বুধবার সন্ধ্যায় ‘ভাইরাল সুচিত্রা দিদি’ নামে নেটপাড়ায় পরিচিত এক জনৈকাকে যোগদান করান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুচিত্রা বিতর্কিত মন্তব্য করে পরিচিতি পেয়েছেন। একেবারে অশ্লীল, চটুল, ছাপার অযোগ্য ভাষায় তিনি নানান বিষয়ে বক্তব্য রাখেন। নিজে মহিলা হয়েও কুৎসিত নারীবিদ্বেষী মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী থেকে অভিনেত্রী, কেউই বাদ যান না। এমন একজনকে দলে নিল বিজেপি! যাতে স্তম্ভিত খোদ দলের নেতারা।
বিজেপি নেতাদের একাংশের মতে, এ কে এমন যাঁকে খোদ বিরোধী দলনেতার উপস্থিতিতে দলে নিতে হল? নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতার প্রশ্ন, শ্যামাপ্রসাদের দলের এমন দৈন্যদশা এসেছে যে সোশ্যাল মিডিয়া থেকে লোক ধরে আনতে হচ্ছে?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদপে বিজেপি দিশাহীন। তাই খড়কুটো ধরে বঙ্গ বিজেপির নেতারা খবরে ভেসে থাকতে চাইছেন।