কে হতে চলেছেন পরবর্তী বিসিসিআই সভাপতি? দৌড়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পরবর্তী সভাপতির নাম ঘোষণা হতে চলেছে আগামী ২৮ সেপ্টেম্বর। এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে উত্তেজনা তুঙ্গে। তবে ঘোষণার আগে এক গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিসিআই-এর শীর্ষ কর্তারা ২০ সেপ্টেম্বর দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি আনুষ্ঠানিক না হলেও তা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে।
২০২২ সালেও এমন এক বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এন. শ্রীনিবাসন, সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতির মেয়াদকাল নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। সেই প্রেক্ষিতে এবারও সৌরভের নাম আলোচনায় উঠে এসেছে। শোনা যাচ্ছে, হয়তো ফের একবার তিনি বিসিসিআই-এর শীর্ষপদে আসতে পারেন। তবে এখনও বিষয়টি নিয়ে কোনও নিশ্চিত খবর নেই।
এছাড়াও, ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং-এর নামও শোনা যাচ্ছে। একই সঙ্গে কর্ণাটকের রঘুরাম ভাট এবং প্রাক্তন উইকেটকিপার কিরণ মোরে-র নামও বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কার হাতে বিসিসিআই-এর দায়িত্ব যাবে, তা এখনো অনিশ্চিত।
সাম্প্রতিক সময়ে বিসিসিআই সভাপতির পদে প্রাক্তন ক্রিকেটারদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এবারও হয়তো কোনো প্রাক্তন তারকা ক্রিকেটারের হাতেই বোর্ডের নেতৃত্ব যাবে বলে ধারণা করা হচ্ছে।