২৬-এর আগে দিলীপের প্রত্যাবর্তনে ‘বাধা’ শুভেন্দু! BJP-র রাজ্য কমিটি গঠনে তুঙ্গে পুরনো-নতুন দ্বন্দ্ব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৫: ২০২৬-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি মজবুত করতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার আরএসএসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠক শেষে রাজ্য কমিটি গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে দলীয় অন্দরে চলছে তুমুল আলোচনা ও মতবিরোধ। জানা গিয়েছে, দিলীপের প্রত্যাবর্তনে ‘বাধা’ হয়ে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী গোষ্ঠী!
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে নতুন টিম গঠনের প্রক্রিয়া শুরু হলেও, কারা থাকবেন সেই তালিকায়, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। সূত্রের খবর, বৈঠকে মুখ্য ভূমিকা পালন করেছেন শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। তিনজনের মধ্যে মতবিরোধ স্পষ্ট।
বিজেপি সূত্রে খবর, মহিলা মোর্চা সভানেত্রীর দৌড়ে উঠে এসেছে শশী অগ্নিহোত্রী ও রূপা গঙ্গোপাধ্যায়ের নাম। যুব মোর্চা সভাপতি হিসেবে তরুণজ্যোতি তিওয়ারি ও সুরঞ্জন সরকারকে নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে বর্তমান পদে থাকা অমিতাভ চক্রবর্তী নির্বাচনে দাঁড়াতে চাইলে পদ ছাড়তে হতে পারে বলে খবর। বিকল্প হিসেবে উঠে এসেছে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতোর নাম। এঁদের মধ্যে থেকে চারজনকে সাধারণ সম্পাদক করা হতে পারে বলে জল্পনা।
শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) চান, দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতো অভিজ্ঞ নেতাকে আবার কোর কমিটিতে ফিরিয়ে আনতে। পাশাপাশি পুরনো নেতাদেরও দায়িত্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে শুভেন্দু (Suvendu Adhikari) ও অমিতাভ চান তাঁদের ঘনিষ্ঠদের জায়গা দিতে। ফলে রাজ্য কমিটি গঠনে মতবিরোধ আরও জটিল হয়ে উঠছে।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির (BJP West Bengal) সংগঠন ঢেলে সাজানোর প্রয়াসে যেমন নতুন মুখের সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনই অভ্যন্তরীণ পুরনো বনাম নতুন দ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে। এখন দেখার, আরএসএসের (RSS) সঙ্গে সমন্বয়ের পর দল দিলীপ বনাম শুভেন্দুর কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে পারে কিনা।