প্রতিবেশী দেশ মায়ানমারে চীনা ঘাঁটি, বাংলাদেশে মার্কিন ফৌজ! উভয় সংকটে নয়া দিল্লি?

September 18, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বাংলাদেশের নতুন সরকার এবং মায়ানমারের সেনা শাসনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের ঘনিষ্ঠতা বাড়ায় উদ্বেগে ভারত। সম্প্রতি চট্টগ্রামে মার্কিন সেনা উপস্থিতি এবং মায়ানমারে চীনা সামরিক ঘাঁটি নির্মাণের সম্ভাবনা ঘিরে ভারতের কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

১০ সেপ্টেম্বর ইউএস-বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে চট্টগ্রামে পৌঁছেছেন মার্কিন স্থল ও বিমান বাহিনীর প্রায় ১২০ জন সদস্য। রেডিসন ব্লু হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা হলেও, হোটেলের রেজিস্ট্রারে তাঁদের নাম নথিভুক্ত হয়নি বলে দাবি স্থানীয় সূত্রের। এই গোপনীয়তা ঘিরে প্রশ্ন উঠেছে, এ কি নিছক যৌথ মহড়া, না কি এর পেছনে রয়েছে অন্য কোনও অভিসন্ধি?

সরকারি সূত্রে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বরের মধ্যে এই সেনা দল ফিরে যাবে। যদিও শেখ হাসিনার দাবি অনুযায়ী, সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাব দিয়েছিল আমেরিকা, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সেই প্রেক্ষিতে তাঁর ক্ষমতাচ্যুতি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে, মার্কিন ফৌজ সেন্ট মার্টিন দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)। এই দ্বীপের অবস্থান চট্টগ্রামের কাছেই, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই গতিবিধি ঘিরে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লিতে।

বাংলাদেশ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, লালমনিরহাটের পুরনো বিমানবন্দরকে সচল করার পরিকল্পনা রয়েছে, তবে সেখানে চীনের ব্যবহার নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশে চীনা সেনার উপস্থিতি আসন্ন, যা বেজিং অস্বীকার করেছে।

অন্যদিকে, মায়ানমারে সামরিক ঘাঁটি নির্মাণে চীনের সঙ্গে আলোচনা চলছে বলে খবর। বিশেষ করে ভারত-মায়ানমার সীমান্তবর্তী চিকেন নেক অঞ্চলের কাছে ঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়ে চীনা আধিকারিকরা সম্প্রতি বাংলাদেশে সফর করেছেন। লালমনিরহাটে বিমানঘাঁটি নির্মাণের সম্ভাবনা নিয়েও জল্পনা তুঙ্গে।

এই দুই প্রতিবেশী দেশে চীন ও আমেরিকার সক্রিয়তা ভারতের কূটনৈতিক অবস্থানকে চাপে ফেলছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে ভারতের নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen