যাত্রীদের জন্য সুখবর, মহালয়ার দিন ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো

September 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: বাঙালির সবচেয়ে বড় উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী রবিবার মহালয়া, দেবীপক্ষের সূচনা। একদিকে মহালয়া, তার উপর পুজোর আগে শেষ রবিবার, ডবল ছুটির আমেজে রাস্তায় ভিড় বাড়বে তা বলাই বাহুল্য। তাই যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো জানায়, মহালয়ার দিন ২১ সেপ্টেম্বর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) চলবে মোট ১৮২টি মেট্রো। সাধারণ রবিবারে যেখানে এই সংখ্যা থাকে ১৩০। অর্থাৎ ওইদিন যাত্রীদের জন্য ৫২টি মেট্রো বাড়তি চালানো হবে। এর মধ্যে আপ লাইনে ৯১টি, ডাউন লাইনে চলবে ৯১টি মেট্রো। সিংহভাগ মেট্রোই হয় দক্ষিণেশ্বরে এসে থামবে, নাহলে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো।

শুধু তাই নয়, সপ্তাহের বাকি দিনগুলির মতোই মহালয়ার দিনও সকালেই পরিষেবা শুরু হবে।

– দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া থেকে সকাল ৬:৫০-এ প্রথম মেট্রো

– দমদম থেকে সকাল ৬:৫৫-এ

– মহানায়ক উত্তমকুমার থেকে সকাল ৬:৫৫-এ

– শহিদ ক্ষুদিরাম থেকে সকাল ৬:৫৪-এ

অন্যান্য রবিবারের মতো দীর্ঘ অপেক্ষা নয়। সকাল সকাল পুজোর কেনাকাটা, সাজসজ্জা কিংবা বিশেষ কোনও পরিকল্পনায় বেরোতে চাইলে এবার নির্ভর করা যাবে মেট্রোপথের উপরেই। যাত্রীদের স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে মেট্রোর এই সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen