AIFF মামলায় সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি, স্বাভাবিক পথে ফিরছে ভারতীয় ফুটবল

September 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: ভারতীয় ফুটবলে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সুপ্রিম কোর্ট শুক্রবার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করল এআইএফএফ (AIFF)-এর ড্রাফট সংবিধান মামলায়। কোর্টের নির্দেশে বর্তমান এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি তাদের পূর্ণ মেয়াদ শেষ করবে এবং নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন করে নির্বাচন না হওয়ায় ফিফা (FIFA)-এর সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি আপাতত কেটে গেল।

বিচারপতি শ্রী নারসিমহা এবং বিচারপতি এএস চন্দুরকরের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভারতীয় ফুটবলের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা সবসময় জাতীয় ফেডারেশনে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর, তাই এই রায়কে ভারতীয় ফুটবলের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

এআইএফএফ-এর সাধারণ সম্পাদক এম সত্যনারায়ণ এই রায়কে ‘ভারতীয় ফুটবলের জয়’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এখন আমাদের লক্ষ্য মাঠের খেলায় ফোকাস করা, রাজ্য সংস্থাগুলোকে শক্তিশালী করা এবং ফিফা ও এএফসি’র নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে কাজ করা।”

২০১৭ সাল থেকে চলা এই মামলার কারণে এআইএফএফ-এর প্রশাসনে বড়সড় জট তৈরি হয়েছিল। এমনকি ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর পরিচালন সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (FSDL) সঙ্গে নতুন চুক্তি আলোচনাও স্থগিত হয়ে ছিল। বর্তমান চুক্তি ডিসেম্বরে শেষ হবে, তাই এবার আইনি জট কাটায় আলোচনার পথ খুলে গেল।

এই ড্রাফট সংবিধান ভারতীয় ফুটবলে স্বচ্ছতা আনার পাশাপাশি নানা দ্বন্দ্ব কাটাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফিফা ইতিমধ্যে সংবিধান চূড়ান্ত করার শেষ সময়সীমা ২০২৫ সালের ৩০ অক্টোবর নির্ধারণ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen