AIFF মামলায় সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি, স্বাভাবিক পথে ফিরছে ভারতীয় ফুটবল

বিচারপতি শ্রী নারসিমহা এবং বিচারপতি এএস চন্দুরকরের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভারতীয় ফুটবলের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা সবসময় জাতীয় ফেডারেশনে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর, তাই এই রায়কে ভারতীয় ফুটবলের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
এআইএফএফ-এর সাধারণ সম্পাদক এম সত্যনারায়ণ এই রায়কে ‘ভারতীয় ফুটবলের জয়’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এখন আমাদের লক্ষ্য মাঠের খেলায় ফোকাস করা, রাজ্য সংস্থাগুলোকে শক্তিশালী করা এবং ফিফা ও এএফসি’র নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে কাজ করা।”
২০১৭ সাল থেকে চলা এই মামলার কারণে এআইএফএফ-এর প্রশাসনে বড়সড় জট তৈরি হয়েছিল। এমনকি ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর পরিচালন সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (FSDL) সঙ্গে নতুন চুক্তি আলোচনাও স্থগিত হয়ে ছিল। বর্তমান চুক্তি ডিসেম্বরে শেষ হবে, তাই এবার আইনি জট কাটায় আলোচনার পথ খুলে গেল।
এই ড্রাফট সংবিধান ভারতীয় ফুটবলে স্বচ্ছতা আনার পাশাপাশি নানা দ্বন্দ্ব কাটাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফিফা ইতিমধ্যে সংবিধান চূড়ান্ত করার শেষ সময়সীমা ২০২৫ সালের ৩০ অক্টোবর নির্ধারণ করেছে।