Asia Cup 2025 সুপার ফোরের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান মহারণ ২১ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: এশিয়া কাপ ২০২৫–এ বৃহস্পতিবার আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সুপার ফোর পর্বে নিজের জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে বাংলাদেশেরও সুপার ফোরে খেলা নিশ্চিত হলো। এর আগে ভারত ও পাকিস্তান গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছিল। ফলে চার দলের এই পর্বে এখন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে।
গ্রুপ ‘এ’-এর চূড়ান্ত পয়েন্ট তালিকা এখনও নির্ধারিত হয়নি। শুক্রবার আবুধাবিতে ভারত ও ওমানের মধ্যেকার ম্যাচের পর চিত্র পরিষ্কার হবে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় ভারতের গ্রুপের শীর্ষে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
সুপার ফোর পর্বে প্রতিটি দল অন্য তিন দলের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। এই পর্ব শেষে শীর্ষ দুই দল আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ নিজেদের সেরাটা প্রদর্শন করার। গ্রুপ পর্বে কিছুটা স্ট্রাগেল করলেও সুপার ফোরে বেঙ্গল টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি জেতে তাহলে আত্মবিশ্বাস বাড়বে; তবে ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের কাছে হবে সবচেয়ে কঠিন ।
সুপার ফোর সূচি (এশিয়া কাপ ২০২৫):
* ২০ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ – দুবাই – রাত ৮:০০ (ভারতীয় সময়)
* ২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান – দুবাই – রাত ৮:০০
* ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – আবুধাবি – রাত ৮:০০
* ২৪ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ – দুবাই – রাত ৮:০০
* ২৫ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম বাংলাদেশ – দুবাই – রাত ৮:০০
* ২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা – দুবাই – রাত ৮:০০