রাষ্ট্রসংঘে বালোচ ইস্যুতে কোনঠাসা পাকিস্তান! দ্বিচারিতার অভিযোগ আমেরিকার বিরুদ্ধে

September 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২২:  স্বাধীনতাকামী বালোচ লিবারেশন আর্মি (BLA) ইস্যুতে কার্যত কোণঠাসা পাকিস্তান (Pakistan)। মাসখানেক আগেই ওয়াশিংটন ইসলামাবাদের মন রক্ষায় বিএলএ-কে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় রেখেছিল। কিন্তু বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সেই একই দাবিকে খারিজ করে দিল মার্কিন প্রশাসন।

সূত্রের খবর, পাকিস্তান ও চীন (China) নিরাপত্তা পরিষদের কাছে আর্জি জানিয়েছিল, বালোচ লিবারেশন আর্মি এবং তাদের আত্মঘাতী ইউনিট মাজিদ ব্রিগেডকে আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মদতে অন্তত ৬০টি ক্যাম্প চালাচ্ছে বালোচরা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। চীন সেই প্রস্তাবে সায় দিলেও, আমেরিকা (USA), ব্রিটেন এবং ফ্রান্স সরাসরি বিরোধিতা করে। আপাতত এই তিন দেশের যুক্তি, বিএলএ-কে জঙ্গি তকমা দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ নেই।

উল্লেখযোগ্য, এর আগে ওয়াশিংটন একতরফা ভাবে বিএলএ এবং মাজিদ ব্রিগেডকে বিদেশি জঙ্গি সংগঠনের তালিকায় রেখেছিল। তার কিছুদিন আগে কাশ্মীরে পহেলগাঁও হামলার জন্য দায়ী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কেও সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে সেই সিদ্ধান্তে ইসলামাবাদ অস্বস্তি প্রকাশ করেছিল। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই অবস্থানবদলে আমেরিকার দ্বিচারিতাই স্পষ্ট হয়েছে এবং পাকিস্তান কার্যত ট্রাম্প প্রশাসনের খামখেয়ালির বলি হয়ে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen