অক্ষয়-অরশাদের দুর্দান্ত রসায়নে জমে উঠল জলি এলএলবি ৩
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: ‘জলি এলএলবি ৩’-এর ট্রেলার দেখে অনেকেই ভেবেছিলেন এটি আগের দুই ছবির মতোই হালকা মেজাজের কমেডি হবে। কিন্তু ছবিটি বড়পর্দায় আসতেই স্পষ্ট হয়ে গেল – এই গল্প একেবারেই সহজ নয়। ছবিটি হাস্যরসের মোড়কে তীক্ষ্ণ, শক্তিশালী এক কাহিনি, যেখানে আছে সমাজের অন্ধকার দিকের প্রতিচ্ছবি।
ফ্র্যাঞ্চাইজির দুই প্রিয় চরিত্র – অক্ষয় কুমার এবং অরশাদ ওয়ারসি – আবারও ফিরে এসেছেন নিজেদের দেশি চার্ম নিয়ে। তবে এবার তারা শুধু মজার আইনজীবী নয়, বরং কিছুটা নায়কোচিত, বাস্তববাদী চরিত্রে হাজির হয়েছেন। তাদের ভুলত্রুটি থাকা সত্ত্বেও মনের দিক থেকে সৎ এবং সত্যের পক্ষে লড়াই করা মানুষ। পরিচালক সুবাশ কপূর গল্পের মূল সংঘাত শুরুতেই তুলে ধরেছেন, যা দর্শককে তৎক্ষণাৎ গল্পের দিকে আকর্ষণ করে।
এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক কৃষকের আত্মহত্যা এবং তার স্ত্রী জানকির (সীমা বিশ্বাসের অসাধারণ অভিনয়) দায়ের করা মামলা। জানকির গ্রামকে জোর করে দখল করতে চায় দেশের প্রভাবশালী শিল্পপতি হরিভাই খেলান (গজরাজ রাও)। তার ‘বিকানের টু বস্টন’ প্রকল্পের জন্য গোটা গ্রাম উচ্ছেদ হতে চলেছে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই কাহিনি অনেকাংশে ২০১১ সালের উত্তরপ্রদেশের জমি অধিগ্রহণ আন্দোলনের কথা মনে করিয়ে দেয়।
অক্ষয়ের অসাধারন সংলাপ যেমন দর্শককে মুগ্ধ করে, তেমনি অরশাদের কৌতুক মনে গেঁথে থাকবে। দুজনের রসায়ন ছবির প্রাণ হয়ে উঠেছে। প্রথম দুই ছবির সাধারণ, বেঁচে থাকার লড়াইয়ে থাকা আইনজীবীদের থেকে এবার তারা আবেগ এবং দায়িত্ববোধে ভারাক্রান্ত মানুষে পরিণত হয়েছেন।
তবে আসল চমক হলেন সৌরভ শুক্লা। বিচারক সুন্দরলাল ত্রিপাঠীর ভূমিকায় তিনি আগের মতোই অনবদ্য। এবার তার চরিত্রে আরও কিছু নতুন দিক যুক্ত হয়েছে ব্যঙ্গাত্মক সংলাপের পাশাপাশি আছে এক মিষ্টি প্রেমের ছোঁয়া।