বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক, ব্রোঞ্জ জিতলেন অন্তিম পাঙ্ঘাল
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৫: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships 2025) ভারতের মুখ উজ্জ্বল করলেন অন্তিম পাঙ্ঘাল। মহিলাদের ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নিলেন হরিয়ানার এই ২১ বছরের কুস্তিগীর। তিনি সুইডেনের অনূর্ধ্ব-২৩ বিশ্বচ্যাম্পিয়ন এমা জোনা ডেনিস মালমগ্রেনকে ৯-১ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন। এটাই চলতি আসরে ভারতের প্রথম পদক।
প্যারিস অলিম্পিকে হতাশাজনক ফলের পর এই পদক অন্তিমের দুরন্ত প্রত্যাবর্তন। ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপেও তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। ভিনেশ ফোগতের পর অন্তিমই দ্বিতীয় ভারতীয় মহিলা কুস্তিগীর, যিনি একাধিক বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক পেলেন। ভারতীয় মহিলা কুস্তিতে অলকা তোমার, গীতা ফোগত, ববিতা ফোগত, পূজা ধাণ্ডা, সরিতা মোর এবং অংশু মালিকের রয়েছে একটি করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক।
অন্যদিকে, ভারতীয় পুরুষ কুস্তিগীরদের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। গ্রিকো-রোমান বিভাগে চারজন অংশ নিলেও কেউই জয় ছিনিয়ে আনতে পারেননি, এমনকি একটি পয়েন্টও অর্জন করতে ব্যর্থ হন।
সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেন ৫৫ কেজি বিভাগের অনিল মোরে। মাত্র ১৩ সেকেন্ডে আজারবাইজানের বিশ্ব এক নম্বর এলদানিজ আজিজলির কাছে টেকনিক্যাল সুপিরিয়রিটির কারণে তিনি পরাজিত হন। আজিজলির হেডলকে ফেঁসে গিয়ে একের পর এক ফ্লিপের মুখে লড়াই শেষ হয়। আজিজলি সেমিফাইনালে হেরে যাওয়ায় অনিল রিপেচেজেও নামতে পারেননি।
৭৭ কেজি বিভাগে আমান হেরে যান জাপানের নাও কুসাকার কাছে। কুসাকা ফাইনালে উঠলেও রিপেচেজে সুযোগ কাজে লাগাতে পারেননি আমান, ইউক্রেনের ইহোর বাইচকভের কাছে হেরে বিদায় নেন।