‘প্রিয় ভাই’ জুবিনের আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ মমতার, বেদনাহত অগণিত শিল্পী

September 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০:  শুক্রবার দুপুরের দিকে হঠাৎ না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। প্রচারের আলো থেকে দূরে থেকেও তাঁর জনপ্রিয়তা ছিল অগাধ। মৃত্যুসংবাদ ছড়াতেই চোখের জলে ভেসে গেছেন তাঁর ভক্তরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে পাপন, জিৎ গঙ্গোপাধ্যায়, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাদশা, অমল মালিক, বিশাল মিশ্র-সহ বিনোদন দুনিয়ার অগণিত শিল্পী শোকপ্রকাশ করেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তায় জুবিন গর্গকে ‘প্রিয় ভাই’ বলে সম্মোধন করেছেন। শোকবার্তায় তিনি লিখলেন, ‘সুরে থেকো। তুমি আমাদের হৃদয় থাকবে। তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।’


গায়ক জুবিনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

জুবিনের প্রয়াণকে ভ্রাতৃবিয়োগের সঙ্গে তুলনা করেছেন পাপন। তাঁর আবেগঘন মন্তব্য- ‘খুবই মর্মান্তিক! জুবিন, একপ্রজন্মের কণ্ঠস্বর! এত তাড়াতাড়ি চলে গেল। ভাষা হারিয়ে ফেলেছি। একজন বন্ধুকে হারিয়ে আমি বাকরুদ্ধ। ভাইকে হারালাম। এই বিরাট শূন্যতা পূর্ণ হওয়ান নয়। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’

অন্যদিকে, বলিউডে প্রীতমের হাত ধরে ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন জুবিন গর্গ। সেই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ প্রীতম লিখেছেন-“একটা দুর্ঘটনা জুবিনের প্রাণ কেড়ে নিল, এর থেকে ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক খবর হয় না। আমি এখনও মেনে নিতে পারছি না…। জুবিনের স্ত্রী গরিমা এবং ওঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”

‘শিব’ নাম ব্যবহার করে শোকবার্তায় জুবিন নটিয়াল লিখেছেন- ‘জুবিন, তোমার গান চিরকাল আমাদের মনে প্রতিধ্বনিত হবে। একজন সত্যিকারের প্রতিভা খুব তাড়াতাড়ি চলে গেলেন। ওঁর পরিবারের প্রতি সমবেদনা।’
অন্যদিকে, এক্স হ্যান্ডেলে র‌্যাপার বাদশা শোক প্রকাশ করে লিখেছেন- ‘জুবিন গর্গের সঙ্গে দেখা না হলেও ওঁর গান শুনেছি। ওঁর গল্প শুনেছি। কখনও ভাবিনি ওঁর মৃত্যুটা আমাকে এভাবে কষ্ট দেবে। শান্তিতে ঘুমোও জুবিনদা।’

জুবিনের প্রয়াণের খবরে ‘রঘু ডাকাত’-এর প্রচারের ফাঁকে মন ভারী হয়েছে দেবেরও। সোশাল মিডিয়ায় গায়কের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমাকে খুব মিস করব ভাই। ভালো থেকো।’

ইনস্টা স্টোরিতে জুবিনের ছবি পোস্ট করে শোকবার্তা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

সূত্রের খবর, নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন অসমের প্রিয় গায়ক জুবিন গর্গ। সেখানেই স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। আচমকাই তিনি সমুদ্রে পড়ে যান এবং দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিঙ্গাপুর পুলিশ। সমুদ্র থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। মাত্র ৫২ বছর বয়সেই থেমে গেল জুবিনের সুরভরা জীবন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen