ব্যর্থ মোদীর শান্তির বার্তা! মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বন্দুকবাজদের গুলি, শহিদ ২ জওয়ান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তির আহ্বানের মাত্র কয়েকদিন পরেই ফের উত্তপ্ত মণিপুর। শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় অসম রাইফেলসের কনভয়ে অতর্কিত হামলা চালায় বন্দুকবাজদের একটি দল। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ নাম্বোল সবাল লেইকাই এলাকায় ‘টাকা ৪০৭’ গাড়িতে থাকা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
ঘটনাস্থলেই প্রাণ হারান দুই অসম রাইফেলস জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর বন্দুকবাজরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
হামলার খবর সামনে আসতেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এক্স হ্যান্ডেলে মণিপুর রাজভবনের তরফে লেখা হয়েছে, “আজ সন্ধ্যায় মণিপুরে নিরাপত্তাবাহিনীর উপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অসম রাইফেলসের দুই বীর জওয়ান শহিদ হয়েছেন। রাজ্যপাল মর্মান্তিক এই ঘটনায় শহিদ পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। দেশরক্ষায় তাঁদের বীরত্ব ও নিষ্ঠা স্বীকৃতির দাবিদার। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল।” আরও বলা হয়েছে যে, “এই ধরনের কাপুরুষোচিত হামলা কোনওভাবেই সহ্য করা হবে না। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামাল দেবে। অপরাধীরা যোগ্য জবাব পাবে।”
১৩ সেপ্টেম্বর চূড়াচাঁদপুরে জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “উন্নয়নের জন্য শান্তি জরুরি।” তিনি আরও জানান, “কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।”
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের আবহে গত দুই বছরে একবারও মণিপুর যাননি প্রধানমন্ত্রী। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে এবার উপহারের বার্তা নিয়ে রাজ্যে পা রাখেন তিনি। কিন্তু তাঁর সফরের পরেই ফের রক্তাক্ত ঘটনার সাক্ষী হল মণিপুর। তাই স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মণিপুরে মোদীর শান্তির বার্তা কি কেবলই ঢক্কা নিনাদ? বাস্তবে প্রতিফলন কই?