মেট্রোর ব্লু লাইনে ডিসপ্লে-বোর্ডের সমস্যা মিটছে না, বিভ্রান্ত যাত্রীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.২০: কলকাতার লাইফ লাইন মেট্রো এখন কলকাতার বোঝায় পরিণত হয়েছে। মূলত ব্লু লাইনেই যাবতীয় বিপত্তি বাঁধছে। প্রায় সাড়ে তিন দিন কলকাতা মেট্রোর ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) কোনও স্টেশনের ডিসপ্লে-বোর্ডে পরবর্তী ট্রেনের সূচি ছিল না। সব সময় বোর্ড জুড়ে ছিল অন্ধকার। শুধু জ্বলজ্বল করত সেই সময়ে ক’টা বাজে। সোমবার বিকেলের পর থেকে মেট্রোর সেই রোগ সারল। আবার সচল হল ডিসপ্লে-বোর্ড। কিন্তু সমস্যা মিটল না! ডিসপ্লে-বোর্ডে সঠিক সময় ফুটে উঠছে না। শুধু তাই নয়, পাশাপাশি থাকা দু’টি ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে ভিন্ন সময়। যা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন যাত্রীরা।
কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ রুটে গত কয়েক দিন যাবৎ নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি তো আছেই, সেই সঙ্গে পরিষেবা দেরিতে মেলার সমস্যা দিনে দিনে প্রকট হয়ে উঠেছে কলকাতার মেট্রোর ‘আদিম’ শাখায়। সেই সঙ্গে শুক্রবার থেকে নতুন রোগের উদয় হয়েছিল— ডিসপ্লে-বোর্ড বন্ধ। সোমবার থেকে সেই বোর্ড আবার সচল হলেও ত্রুটিমুক্ত হল না।
স্টেশনে যাত্রীদের ভিড় আরও বাড়ছে। ডিসপ্লে বোর্ডে দেখানো সময়ে মেট্রো আসছে না। কোনও ঘোষণাও নেই। ক্ষুদিরামের দিকে মেট্রো না আসলেও উল্টোদিকে দক্ষিণেশ্বরের দিকের মেট্রো আসতে দেখা গেল। নির্ধারিত সময়ে মেট্রো না আসায় স্টেশনে দেখলাম অনেকে যাত্রীই ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ বলছেন, ‘এ তো নিউ নর্মাল। ডিসপ্লে বোর্ডে দেখানো টাইমে যে মেট্রো আসবে না, সেটাই তো এখন স্বাভাবিক।’