দর্শকদের বিচারে ওপার বাংলায় সম্মানিত সৃজিতের ‘পদাতিক’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩.০৪: ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ‘পদাতিক’-যা কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনকে কেন্দ্র করে তৈরি। ছবিটি মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয় এবং ধীরে ধীরে জায়গা করে নেয় বছরের অন্যতম সেরা ছবির তালিকায়।
এই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে দর্শক যেন পর্দায় স্বয়ং মৃণাল সেনকেই দেখতে পান। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরেও ছবিটি প্রশংসা কুড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে ‘পদাতিক’ সম্মানিত হয়েছে বাংলাদেশে আয়োজিত ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। এই সম্মান সৃজিতের পরিচালনা ও চঞ্চলের অভিনয়ের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।
পুরস্কারপ্রাপ্তির খবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক সৃজিত নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘অবশেষে এই অডিয়েন্স অ্যাওয়ার্ড আমার হাতে এল। ২৩ তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই পুরস্কার পেয়ে আমি ভীষণ আপ্লুত। গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা।’
View this post on Instagram
ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে ‘পদাতিক’-এর এই স্বীকৃতি বাংলা চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে গর্বের। মৃণাল সেনের মতো ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরার সাহসী প্রয়াসে সৃজিতের এই সাফল্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক অনন্য উদাহরণ।
উল্লেখ্য, সৃজিতের পরবর্তী ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পেতে চলেছে আগামী ১ মে। ছবিতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, টোটা রায়চৌধুরী, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক প্রমুখ।