সাত সকালেই ফের বোমাতঙ্ক দিল্লির একাধিক স্কুলে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: শনিবার সাত সকালেই ফের বোমাতঙ্ক দিল্লিতে। আদালতের পর দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি। যাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে গেল দিল্লির একাধিক নামজাদা স্কুলে। দ্বারকা, নাজফগড় এলাকার স্কুলগুলিতে বোমা হামলার হুমকি আসে। যদিও ই-মেলে নয়, এবার উড়ো ফোনে হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলিতে। তেমনটাই জানিয়েছে পুলিশ। আজ, শনিবার সকাল ৬.৩০ মিনিটে নাজফগড় এলাকার একটি স্কুল থেকে ফোন যায় দমকল বিভাগে। তাতে বলা হয়, স্কুলে বোমা রাখা হয়েছে বলে কেউ ফোনে হুমকি দিয়েছে।
দ্রুত কোনও পদক্ষেপ নিন। ফোন পেয়েই ওই স্কুলে ছুটে যান দমকলের কর্মীরা। সঙ্গে খবর দেওয়া হয় দিল্লি পুলিশকেও। নাজফগড়ের স্কুলটিতে পৌঁছয় বম্ব স্কোয়াডও। খালি করে দেওয়া হয় গোটা স্কুল। তল্লাশিতে যদিও কিছুই পাওয়া যায়নি।
শুধু সেপ্টেম্বর মাসেই এই নিয়ে প্রায় তিনবার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে রাজধানীতে। এরমধ্যে দু’বারই নিশানায় ছিল বিভিন্ন স্কুল। জানা গিয়েছে শনিবার সকাল ৬.৩০ মিনিটে নজফগড়ের একটি স্কুল থেকে দিল্লির ফায়ার সার্ভিসের কাছে প্রথম ফোন আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। স্কুলগুলিতে সেই সময়ে পরীক্ষা চলায় ভিড় ছিল কচিকাঁচাদের। এর মধ্যেই বোমা হামলার হুমকি চাঞ্চল্য ছড়ায় আভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে।