বৃষ্টির মধ্যেই শারদ উৎসবের সূচনা, হাতিবাগানে মণ্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী

September 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: বৃষ্টির অবিরাম ধারায় সিক্ত শহরের থেমে থাকেনি উৎসবের আমেজ। আজ শনিবার, মহালয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদ উৎসবের সূচনা করলেন হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ উদ্বোধন করে। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্বে থাকা বিধায়ক অতীন ঘোষ। মুখ্যমন্ত্রী জানালেন, ‘মহালয়া থেকেই মাতৃমূর্তির উদ্বোধন করেন, তার আগে কেবল প্যান্ডেলের উদ্বোধন হয়।’

উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী জানান, তিনি শুধুমাত্র প্যান্ডেলের উদ্বোধন করতে এসেছেন, মণ্ডপের মাতৃমূর্তি নয়। পরে মঞ্চে উঠে তিনি সকলকে শারদ শুভেচ্ছা জানান এবং বলেন, আগামীকাল মহালয়ার তর্পণ অনুষ্ঠিত হবে। মহালয়ার আগে তিনি কখনও মাতৃমূর্তি উদ্বোধন করেন না, তাই এদিন শুধুই প্যান্ডেল উদ্বোধনের উদ্দেশ্যেই তাঁর আগমন।

রাত পোহালেই মহালয়া। দেবী দুর্গার আবাহনের সুরে ভোর হবে রবিবার। তার আগেই শহরের একাধিক পুজো মণ্ডপে শুরু হয়ে গেছে উদ্বোধনের পালা। মুখ্যমন্ত্রীর হাত ধরে হাতিবাগানে সেই সূচনা যেন আরও একবার মনে করিয়ে দিল, শারদ উৎসব শুধু ধর্মীয় নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির মিলনক্ষেত্র।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen