Inter Miami DC United MLS: আবারও জ্বলে উঠলেন মেসি, তাঁর দুটি দুর্দান্ত গোলে জয় পেল ইন্টার মায়ামি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: ইন্টার মায়ামির জার্সিতে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। তাঁর অসাধারণ পারফরম্যান্সে আবারও জয় পেয়েছে ইন্টার মায়ামি। শনিবার রাতে ডি সি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে তারা এমএলএস কাপ প্লে-অফের আরও কাছে পৌঁছে গেছে। এই ম্যাচে মেসি দুটি দুর্দান্ত গোল করেছেন এবং একটি গোলে সহায়তাও করেছেন।
লিগের ১৫তম এই জয়ে ইন্টার মায়ামির প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে। এদিনের অন্য ম্যাচই প্লে-অফ নিশ্চিত হতে পারত মেসিদের। তবে সে জন্য মন্ট্রিয়েলের বিপক্ষে নিউ ইয়র্ক রেড বুলসকে জয়হীন থাকতে হতো। তবে দলটি ২-০ ব্যবধানে জিতে যাওয়ায় আপাতত অপেক্ষা বেড়েছে মায়ামির।
এই সপ্তাহের শুরুতে খবর এসেছিল যে মেসি (Messi) ২০২৫ সাল পর্যন্ত মায়ামিতে থাকার জন্য চুক্তি নবায়ন করতে পারেন। এই ম্যাচের পারফরম্যান্স বুঝিয়ে দিল কেন ক্লাব এবং মেজর লীগ সকার তাকে ধরে রাখতে এতটা আগ্রহী। ৩৮ বছর বয়সী এই তারকা এবার এমএলএস মৌসুমে নিজের ২২তম গোলটি করেছেন। দুটি গোল করে তিনি ইংল্যান্ডের স্যাম সাররিজকে (২১ গোল) ছাড়িয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন।