এইচ-১বি ভিসা নিয়ে বিতর্কের মাঝে কী ব্যাখ্যা দিল হোয়াইট হাউস?

September 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: ফের আলোচনায় এল এইচ-১বি ভিসা। ট্রাম্পের প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, ভিসা পেতে আবেদনকারীদের এবার থেকে গুনতে হবে ১ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা। ঘোষণার পরেই বিদেশি কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ।

এইচ-১বি ভিসা সংক্রান্ত নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানানো হয়েছে, এখন থেকে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) নেওয়া হবে। রবিবার থেকেই চালু হতে চলেছে নয়া এই নিয়ম। বিশেষজ্ঞেরা বলছেন, এর ফলে দক্ষ ও প্রতিভাধর হওয়া সত্ত্বেও মার্কিন সংস্থাগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগ করা এখন থেকে অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠবে। আরও কঠিন হয়ে উঠবে কর্মসূত্রে আমেরিকায় যাওয়ার পথ।

এই পরিস্থিতিতে এবার হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, এই নতুন ফি বর্তমান ভিসা হোল্ডারদের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ যারা ইতিমধ্যেই এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় কর্মরত, তাদের নবীকরণ বা পুনঃপ্রবেশের ক্ষেত্রে ১ লক্ষ ডলার ফি দিতে হবে না। কেবল নতুন আবেদনকারীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্স (X)-এ লেখেন, “এটি কোনও বার্ষিক ফি নয়, বরং এককালীন ফি। শুধুমাত্র ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রাত ১২টা ১ মিনিটের পর যাঁরা নতুনভাবে আবেদন করবেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।” এর ফলে আপাতত স্বস্তি পেয়েছেন মার্কিন মাটিতে কর্মরত ভারতীয় সহ বিদেশি এইচ-১বি ভিসাধারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen