২০ হাজার কোটি টাকার ক্ষতির মুখে বাংলা! GST বাবদ ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তুলে মোদীকে তোপ মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৮: জিএসটি (GST) সংস্কার নিয়ে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। আগামীকাল থেকে লাগু হবে পণ্য ও পরিষেবা করের নয়া হার।
জিএসটি সংস্কারের জেরে প্রায় ২০ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়বে বাংলা। প্রধানমন্ত্রীর ভাষণের পরই তা স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য থেকে জিএসটি বাবদ যে অর্থ কেন্দ্র তুলে নিয়ে গিয়েছে, তার জন্য কোনওরকম ক্ষতিপূরণ না দিয়েই জিএসটি সংস্কার করা হয়েছে। এতে রাজ্যের আর্থিক ক্ষতি হলেও মানুষের সুরাহা হওয়ায় মুখ্যমন্ত্রী খুশি।
বিরোধীদের তীব্র প্রতিবাদ ও মানুষের আন্দোলনের জেরেই যে মোদী সরকারকে পিছু হঠতে হয়েছে, তাও বুঝিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা বলেছিলাম কেন মানুষকে বিমার টাকা দিতে গেলে টাকা দিতে হবে। স্বাস্থ্যসাথীর জন্য টাকা দিতে হয় না। কাটল টাকা আমাদের আর প্রচার হচ্ছে ওনাদের। এই টাকাটা আমাদের জোগাড় করতে হচ্ছে। আমাদের রাজস্ব আদায় যা দিয়ে রাজ্যের প্রকল্প চলে। শুধুমাত্র বিমায় রাজ্যের লোকসান ৯০০ কোটি টাকা। বাদ বাকি নিয়ে প্রায় ২০ হাজার কোটি।’’
মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘কেন্দ্রের কাছে ইতিমধ্যেই জিএসটি বাবদ ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা বাকি রয়েছে। এবার গেল ২০ হাজার কোটি। বিজেপির রাজ্যগুলিকে ওরা কেন্দ্রের টাকায় ভরিয়ে দেবে। এখানে টিকটিকি দৌড়লে কমিশন চলে আসে। আর উত্তরপ্রদেশ, বিহারে কিছু হলে দেখতে পায় না। জিএসটির ক্রেডিট রাজ্যের। আমার রাজ্যের মানুষ যে সুবিধা পাবে তার জন্য রাজ্যের ২০ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। এটা রাজ্যের জিএসটি, কেন্দ্রের নয়।’’
মুখ্যমন্ত্রী জানান, ‘‘কেন্দ্র সরকারের কোনও অবদান নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকা কেটেছে রাজ্যের জিএসটি (GST) থেকে। তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে। এটাতে আমি খুশি। কিন্তু এর জন্য রাজ্যকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাহলে রাজ্যের পাওনাটা দিয়ে দাও। মানুষের ভালো হলে আমরা খুশি হই। এটা আমারই প্রথম দাবি ছিল।’’
উল্লেখ্য, রবিবার মোদী বলেন, সোমবার থেকে নবরাত্রির প্রথম দিন নেক্সট জেনারেশন জিএসটি-র সুবিধা পাবে দেশের মানুষ। নবরাত্রির উৎসবকে ‘জিএসটি সেভিং উৎসব’ বলে ঘোষণা করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, হিন্দি বলয়ের উৎসবকে হাতিয়ার করে ফের একবার প্রচার সর্বস্ব রাজনীতি করে গেলেন মোদী।