প্রতিবছরের মতো এবারেও ‘চেতলা অগ্রণী’র দুর্গা প্রতিমার চক্ষুদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪২: আজ মহালয়া। রবিবার চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে দুর্গা প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধনও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘চেতলা অগ্রণী’র দুর্গাপুজোয় প্রত্যেক বারের মতো এবারও প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো হল চেতলা অগ্রণী। থিমের নাম ‘অমৃতকুম্ভের সন্ধানে’। উদ্যোক্তারা এবার সাহিত্যিক সমরেশ বসুর জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন পুজো আয়োজনের মাধ্যমে। প্রায় ১ কোটি ২৬ লক্ষ রুদ্রাক্ষ দিয়ে গড়া হয়েছে মণ্ডপ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল, বেনারস আর উত্তরকাশী ইত্যাদি জায়গা থেকে এই বিপুল সংখ্যক রুদ্রাক্ষ জোগাড় করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুরের কারিগরদের হাতে সেজে উঠছে এই মণ্ডপ। দর্শনার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে ‘চেতলা অগ্রণী’র মণ্ডপ খুলে দেওয়া হবে।