‘৯০০ ইঁদুর খেয়ে বিড়াল এবার হজ করতে চললেন’, মমতার পর মোদীকে নিশানা খাড়গের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৫: আগামীকাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর দেশে লাগু হচ্ছে নয়া জিএসটি (GST) কাঠামো। আজ, রবিবার জাতির উদ্দেশে ভাষণে যাকে ‘সঞ্চয় উৎসব’ বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) ঘোষণার পরই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। GST-কে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেও কটাক্ষ করেন প্রবীণ কংগ্রেস নেতা।
তাঁর কথায়, ‘এত বছর ধরে ‘গব্বর সিং ট্যাক্স’-র মাধ্যমে যে বিরাট ক্ষত তৈরি হয়েছে তাতে সাধারণ ব্যান্ডেডের প্রলেপ দেওয়া হল।’ X হ্যান্ডেলে খাড়গে লেখেন, ‘‘৯০০ ইঁদুর খেয়ে বিড়াল এবার হজ করতে চললেন। মোদীজি, আপনার সরকার কংগ্রেসের সরল জিএসটির বদলে আলাদা আলাদা করে ৯টি স্ল্যাবে তোলাবাজির জন্য ‘গব্বর সিং ট্যাক্স’ লাগু করেছিল। ৮ বছরে এর মাধ্যম ৫৫ লক্ষ কোটি টাকা উসুল করা হয়েছে। এখন আপনি ২.৫ লক্ষ কোটি টাকার ‘সঞ্চয় উৎসব’-এর কথা বলছেন। গভীর ক্ষত তৈরি করার পর এখন সেই ক্ষতে সাধারণ ব্যান্ড-এইডের প্রলেপ দিচ্ছেন। দেশের মানুষ কখনই ভুলবে না আপনি তাঁদের চাল, ডাল, শস্য, পেন্সিল, বই, চিকিৎসা সামগ্রী, কৃষকদের ট্রাক্টর সবকিছু থেকে জিএসটি আদায় করেছেন। আপনার সরকারের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।’’
জিএসটি বাবদ সরকারের আয়ের পরিসংখ্যানও তুলে ধরেন খাড়গে। আর এক কংগ্রেস নেতা জয়রাম রমেশও সরব হয়েছেন। তাঁর মতে, অবৈধভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন মোদী। X হ্যান্ডেলে তিনি লেখেন, ‘জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী জিএসটি কাউন্সিলের সংশোধনীর সম্পূর্ণ কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেছেন। অথচ এটি একটি সাংবিধানিক সংস্থা।’ উল্লেখ্য, মোদীর জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই প্রথম এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথার প্রতিধ্বনিই শোনা গেল কংগ্রেস নেতাদের বক্তব্যে।