Durga Puja 2025: মহালয়াতেই মানুষের ঢল! শপিংয়ের সঙ্গে জমিয়ে চলল প্যান্ডেল হপিং

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৩০: রবিবার মহালয়া থেকেই মানুষের ঢল নামল কলকাতায়। পুজোর কেনাকাটার সঙ্গে সঙ্গে চলল মণ্ডপ দর্শন। বিকেল হতেই হাতিবাগান সর্বজনীনের বাইরে ভিড় জমল। উদ্বোধন হয়ে গিয়েছে ফলে আম জনতার দাবি ঢুকতে দিতেই হবে ভিতরে। আয়োজকেরা সাফ বলছেন, মণ্ডপ ২৫ সেপ্টেম্বর খুলবে।
হাতিবাগান নবীন পল্লিতেও একই চিত্র। উত্তরের নলিন সরকার স্ট্রিট, কাশী বোস লেন, চালতাবাগান দক্ষিণের হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা…ছবিটা সর্বত্র এক। মহালয়া হয়ে গিয়েছে মানেই পুজো শুরু। রবিবার ছুটিরদিন। বহু মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শপিংয়ের সঙ্গে হপিং চলল। মানুষের একটাই আর্তি অনেক দূর থেকে এসেছি, ঠাকুর দেখতে দিন।
এবার পুজোয় বৃষ্টি নাকি হবেই। হাওয়া অফিসের সতর্কতা শুনে মানুষ নেমে পড়েছেন। শ্রীভূমির মণ্ডপ খুলে গিয়েছে। লেকটাউন চত্বরে ভিড় জমল রবিবার বিকেল থেকেই। দক্ষিণে বেহালা এসবি পার্ক, বড়িশা ক্লাবও কিন্তু দর্শকদের আটকায়নি। উদ্বোধনের আগেই সেখানে দর্শকদের আনাগোনা হচ্ছে।
নিউমার্কেট-ধর্মতলা চত্বর হোক বা হাতিবাগান শেষ মুহূর্তে দারুণ ব্যবসা চলছে দাবি বিক্রেতাদের।