প্রতিপদের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে নিজের কথা ও সুরে গান শেয়ার মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: আজ, সোমবার প্রতিপদ। আজ থেকে শুরু দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনালগ্নে সকলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি লিখলেন, ‘শরৎ আকাশে নীল গগনে/মা আসছেন দুর্গা অঙ্গনে।’ তাঁর কথা ও সুরে তৈরি নতুন একটি গানও মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন নিজের X হ্যান্ডলে। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কথাঞ্জলি’র একটি কবিতা থেকে তৈরি হয়েছে গানটি। গানের কথাগুলো– ‘যখন তোমার ভাঙবে ঘুম/তখন তোমার সকাল/হেলায় ছড়াবে স্বপ্নফুল/হাসবে মহাকাল/এসো ঘুম ভাঙাই এ পৃথিবীর/হয়নি দেরি আজও/এসো দূর করি এ জীর্ণতা/নতুন সাজে সাজো।’ তিন মিনিট ১৬ সেকেন্ডের গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের করা।
প্রতি বছর দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবছরও তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। গানগুলো গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তীদের মতো শিল্পীরা। তারই একটি গান আজ X হ্যান্ডলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।