তপশিলি পড়ুয়াদের জন্য বড় অঙ্কের সফট লোনের ঘোষণা
এই প্রথমবার তপশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের ক্ষেত্রে আলাদা করে প্রাইজ দেওয়া হচ্ছে। অর্থের অভাবে যাতে কারও লেখাপড়ায় অসুবিধা না হয় সেজন্য এদিন ডিএম ও এসপিদের তৎপর হতে বলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের তপশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ মাধ্য়মিক, উচ্চমাধ্য়মিক, হাই মাদ্রাসা, জয়েন্টের কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল অনুষ্ঠানে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই আলাদা করে উল্লেখ করেন রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে লোনের ব্যবস্থার কথা।
মুখ্যমন্ত্রী বলেন, “এ রাজ্যের তপশিলি জাতি-উপজাতির ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ১০ লাখ টাকা এডুকেশন লোন নিতে পারবে। সেটাও খুব কম সুদের হারে।” পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাইরে পড়তে গেলে ২০ লাখ টাকা লোন পাবে ছাত্রছাত্রীরা।”
প্রসঙ্গত, এই প্রথমবার তপশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের ক্ষেত্রে আলাদা করে প্রাইজ দেওয়া হচ্ছে। অর্থের অভাবে যাতে কারও লেখাপড়ায় অসুবিধা না হয় সেজন্য এদিন ডিএম ও এসপিদের তৎপর হতে বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “কারও কোনও অসুবিধা হলে সংশ্লিষ্ট জেলাশাসককে চিঠি দিয়ে জানাও। কেউ স্কলারশিপ চাইলে বা কেউ বই কিনতে না পারলে, সবরকমভাবে সাহায্য করার জন্য সরকার পাশে আছে। সব ডিএম-এসপিদের বলছি, পড়ুয়ারা চিঠি দিতে চাইলে নিন। সবসময় আমার কাছে আসার দরকার নেই, পড়ুয়াদের সাহায্য করুন।”