Shootout at Gardenreach! উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ
September 22, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: মহালয়ায় চারু মার্কেটের পর এবার প্রতিপদে গার্ডেনরিচ, ফের শহরে চলল গুলি। পুজোর মুখে কলকাতায় পরপর শুট আউটের ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। সোমবার গার্ডেনরিচের বন্দর এলাকা থেকে উদ্ধার হয় এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ।
আজ, সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তারপর ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃতদেহের পাশেই পড়েছিল রিভলভার। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ। গার্ডেনরিচের ডিসি পোর্টের কাছে ঘটনাটি ঘটেছে। যুবকের মাথায় গুলি লেগেছে। ইতিমধ্যেই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখা অবধি যুবকের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। মনে করা হচ্ছে, যুবককে খুন করে রিভলভার ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। আবার আত্মহত্যার সম্ভাবনাও থাকছে।