তিন দফায় ভোট হতে পারে বিহারে, সম্ভাব্য তারিখগুলো কী কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৬: চলছে শেষে মুহূর্তের প্রস্তুতি। তৈরি কমিশন। সূত্রের খবর, চলতি বছরে নভেম্বরের শুরুতেই বিহার বিধানসভা নির্বাচন (Bihar polls) হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ছট পুজোর পরই বিহারে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন দফায় নির্বাচন হতে পারে। আগামী ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ভোট হতে পারে।
বিহার বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হবে ২২ নভেম্বর। তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিহার যেতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনী প্রস্তুতি পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবেন তিনি। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত সেই তালিকা।
উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ক্ষমতায় রয়েছে এনডিএ। NDA শিবিরে বিজেপির জোটে রয়েছে জেডিইউ (JDU) ও এলজেপি (LJP)। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার। অন্যদিকে, বিরোধী শিবিরে রয়েছে আরজেডি (RJD), কংগ্রেস এবং বাম দলগুলি। প্রশান্ত কিশোরের নয়া দল জনসূরজ পার্টি এবার সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। ফলে ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে বিহার বিধানসভায়।