2025 Ballon d’Or: কার মাথায় উঠবে সেরার মুকুট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: ২০২৫ সালের ব্যালন ডি’অর (Ballon d’Or) অনুষ্ঠানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চলতি মরসুমের সেরা ফুটবলারকে সম্মানিত করার এই আসর বসবে সোমবার, ২২ সেপ্টেম্বর, ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে (Theatre du Chatelet)-এ। অনুষ্ঠান শুরু হবে রাত ৯টা (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটে)। ভারতের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন Sony Sports Network-এ এবং SonyLiv অ্যাপ-এ
এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে আলোচিত তিন নাম বার্সেলোনার প্রতিভা লামিন ইয়ামাল, পিএসজির ফরাসি তারকা উসমান ডেম্বেলে, এবং বার্সেলোনার নির্ভরযোগ্য আক্রমণভাগের প্লেয়ার রাফিনহা। তিনজন মিলে গত মরসুমে করেছেন ৮৫টিরও বেশি গোল এবং ৬৬টি অ্যাসিস্ট। শুধু পরিসংখ্যান নয়, প্রত্যেকের গল্প আলাদা এক অনুপ্রেরণা।
ডেম্বেলে ইনজুরি থেকে ফিরে পিএসজিকে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, কুপ দে ফ্রান্স এবং ট্রফি দে শ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়েছেন। তার গোল সংখ্যা ৩৩, সঙ্গে ১৫টি অ্যাসিস্ট।
রাফিনহা বার্সেলোনার হয়ে ৩৪ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন।
অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সে লামিন ইয়ামাল করেছেন ১৯ গোল এবং ২৬ অ্যাসিস্ট। শুধু তাই নয়, স্পেনের হয়ে ইউরো ২০২৪ জয়ে ও নেশনস লিগের রানার্সআপ হতে বড় ভূমিকা রেখেছেন তিনি।
এদিকে, শীর্ষ তিনে না থাকলেও মহামেদ সালাহ আলোচনায় রয়েছেন। ৩৩ বছর বয়সে তিনি লিভারপুলকে এনে দিয়েছেন তাদের ২০তম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। ২৯ গোল করে হয়েছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা এবং ইউরোপের শীর্ষ গোল ইনভলভমেন্টধারী।
যদিও পিএসজির খেলোয়াড়রা, বিশেষ করে ডেম্বেলে, একই দিনে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ থাকার কারণে অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে পারেন। রিয়াল মাদ্রিদও গতবারের মতো এ বছরও অনুষ্ঠানে না আসার সম্ভাবনা রয়েছে।
কে জিতবেন ২০২৫ ব্যালন ডি’অর? উত্তর মিলবে সোমবার রাতে প্যারিসে।