নবরাত্রির প্রথম দিনে মহাশক্তি রূপে পূজিত শৈলপুত্রী

September 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০:  আজ থেকে শুরু হল শারদ নবরাত্রি। প্রথম দিনে মহাশক্তিরূপে পূজিত হলেন মা শৈলপুত্রী। দেবী দুর্গার নবরূপের প্রথম রূপ শৈলপুত্রী, যিনি হিমালয় রাজের কন্যা রূপে জন্মেছিলেন। তাই তাঁর নাম হয়েছে ‘শৈলপুত্রী’। বৃষের পিঠে আরোহিনী এই দেবীর দক্ষিণ হাতে ত্রিশূল এবং বাম হাতে প্রস্ফুটিত পদ্ম শোভা পাচ্ছে। মাতৃসুলভ স্নেহরূপের সঙ্গে তিনি অপরিসীম শক্তির প্রতীক।

পুরাণকথায় উল্লেখ আছে, পূর্বজন্মে তিনি ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা সতী। শিবের পত্নী সতীকে এক যজ্ঞে নিমন্ত্রণ না করায় পিতার কাছে গিয়ে অপমান সহ্য করতে হয় তাঁকে। স্বামীর অবমাননা সহ্য করতে না পেরে তিনি যোগাগ্নিতে দেহত্যাগ করেন। পরে হিমালয়ের কন্যা রূপে জন্ম নিয়ে দেবী শৈলপুত্রী নামে পরিচিত হন। পার্বতী, হৈমবতী প্রভৃতি নামেও তিনি পূজিতা।

ভক্তি ও শক্তির মিলনরূপী শৈলপুত্রী নবদুর্গার প্রথম রূপ। যোগশাস্ত্র অনুযায়ী, নবরাত্রির প্রথম দিনে সাধকেরা মনকে মূলাধার চক্রে স্থিত করেন এবং সেখান থেকেই শুরু হয় সাধনার যাত্রা। শক্তি ও শুদ্ধতার প্রতীক মা শৈলপুত্রীর আরাধনায় শুরু হল নবরাত্রির প্রথম অধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen