ইউনাইটেডকে হারিয়ে ৪১তম লিগ জিতল ইস্টবেঙ্গল

September 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: সোমবার দুপুর ২ সময় আইএফের তরফ থেকে ইস্টবেঙ্গলের হাতে ২০২৪-২৫ মরশুমের কলকাতা লিগ ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। সেই মতো এই দিন গতবারের লিগ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেয় আইএফএ,সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে লিগের শেষ ম্যাচে ঘরের মাঠে দুর্দান্ত জয়ের ফলে ৪১তম কলকাতা লিগের খেতাবও জিতে নিল ইস্টবেঙ্গল। আজকের এই ম্যাচ মূলত ফাইনাল ম্যাচ ছিল। তাতেই তারা ২-১ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টসকে।

এই ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল দুই দলেরই। ইস্টবেঙ্গল এই ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হতো, অপর দিকে ইউনাইটেড ক জিততেই হতো।কিন্তু ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের খেলায় ধরন দেখে স্পষ্ট ছিল যে তারা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। প্রথমার্ধে একের পর এক আক্রমণে বিপক্ষের ডিফেন্স ভাঙতে থাকে লাল-হলুদ। তবে গোলের সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলতেই থাকে। একের পর এক সহজ সুযোগ মিস, বলা ভালো ইউনাইটেডের গোলকিপার অঙ্কন আটকে দিচ্ছিলেন সব বল। অবশেষে ম্যাচের ৩৭ মিনিটে দলের প্রথম গোল করেন ডেভিড।

দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘোরাতে চেষ্টা করে ইউনাইটেড। লাল – হলুদের প্রাক্তন প্লেয়ার মহম্মদ রফিককে নাবিয়ে ইউনাইটেড কোচ লাল-কমল আরও বেশি আক্রমনে যেতে চাইছিলেন। ম্যাচের কিছু পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড কোচ লালকমল ভৌমিক। ম্যাচের একদম শেষ মুহুর্তে ইউনাইটেড একটি গোল করে ম্যাচে সমতায় ফেরে। তবে তার কিছু মুহূর্ত পরেই পরিবর্ত হিসেবে নাম শ্যামল বেসরার গোলে ২-১ জয় পায় ইস্টবেঙ্গল।
এই নিয়ে টানা ৪১ তম কলকাতা লিগ ঘরে তুলো ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen