কাছাকাছি আসছে নয়াদিল্লি ও ওয়াশিংটন? মার্কিন বিদেশ সচিবের মন্তব্যে শুরু জল্পনা

September 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৮: নিউ ইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবসরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর (Marco Rubio) সাক্ষাৎ ঘিরে নতুন করে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে জল্পনা আরম্ভ হয়েছে। সাক্ষাতের পরই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মার্কিন বিদেশ সচিব। তাঁর দাবি, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াশিংটনের কাছে।

 

বৈঠকের পর মার্কিন বিদেশসচিব বলেন, “ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য চালিয়ে যেতে ভারত-আমেরিকা আগের মতোই একসঙ্গে কাজ করবে। কোয়াডেও দুই দেশ একে অপরের কাজ করবে।” উল্লেখ্য, তিয়ানজিনে ভারত-চীন-রাশিয়া বন্ধুত্বের ছবি দেখে ট্রাম্প কী ঘাবড়ে গিয়েছেন? তারপর থেকে মোদীকে জন্মদিনে ফোন, ‘বন্ধু’ ভারতকে নিজের দিকে টানতে অতিসক্রিয়তা দেখা যাচ্ছে ওয়াশিংটনের।

 

শুল্ক এবং তারপর ভিসা নিয়ে একের পর এক ইস্যুতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নানা টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H1B ভিসার নিয়মে পরিবর্তন এনেছেন। ভিসার জন্য বিরাট অঙ্কের ফি ঘোষণা করা হয়েছে। তবে রুবিও-জয়শংকর বৈঠকের দিকে তাকিয়ে ছিল বিশ্ব। উল্লেখ্য, রবিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে যান জয়শংকর। রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen