ইয়ামালকে হারিয়ে সেরা হলেন ডেম্বেলে, ব্যালন ডি’অর এলো পিএসজিতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: প্যারিসের মঞ্চে সোমবার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতে নিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) জার্সিতে গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্লাবকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এর পাশাপাশি পিএসজি ফ্রেঞ্চ লিগ ও কাপ জিতে ট্রেবল সম্পূর্ণ করে।
২৮ বছর বয়সী ডেম্বেলের সঙ্গে এই তালিকায় লড়াইয়ে ছিলেন বার্সেলোনা ও স্পেনের প্রতিভাবান তারকা লামিনে ইয়ামাল ও রাফিনহা। তবে সবাইকে পেছনে ফেলে তিনি সেরা হন। গতবারের ব্যালন ডি’অর জয়ী ছিলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি।
গত মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ডেম্বেলে ৩৫টি গোল করেন। তার গোল এবং অ্যাসিস্টের উপর ভর করেই পিএসজি ইতিহাস গড়ে। পুরস্কার হাতে নিয়ে ডেম্বেলে বলেন,
“আমার সত্যিই ভাষা হারিয়ে গেছে। পিএসজির সঙ্গে এটি ছিল এক অবিশ্বাস্য মরশুম। এই পুরস্কার ব্যক্তিগত হলেও, এটি মূলত আমাদের পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। কোচ লুইস এনরিকে আমার কাছে একজন পিতার মতো।”
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করা ডেম্বেলে জানান, ব্যালন ডি’অর কখনও তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। তার মূল ফোকাস ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা।
অন্যদিকে, ১৮ বছর বয়সী ইয়ামাল, যিনি ২০২৩ সালে বার্সেলোনার হয়ে প্রথম সিনিয়র দলে খেলার সুযোগ পান এবং একসময় ডেম্বেলের সতীর্থ ছিলেন, এবার পরপর দ্বিতীয়বারের মতো কপা ট্রফি জিতলেন , যা ২১ বছরের নিচের সেরা ফুটবলারের জন্য প্রদান করা হয়।