জলমগ্ন কলকাতাকে ছন্দে ফেরাতে ময়দানে প্রশাসন, নবান্নে চালু কন্ট্রোল রুম, আজ শহরের পুজো উদ্বোধন বন্ধ রাখলেন মমতা

September 23, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। বিপর্যস্ত কলকাতাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ময়দানে নেমেছে প্রশাসন। পুরসভার সব বিভাগ নেমেছে পুরোদমে। পুজোর আগে কলকাতাকে চেনা ছন্দে ফেরাতে রাজ্য প্রশাসন নিরবিচ্ছিনভাবে কাজ করছে। নবান্নে চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম (Control Room)।

 

সরাসরি ফোন করা যাবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫। বিদ্যুৎ নিয়ে সমস্যা, খোলা তার, জমা জল ইত্যাদি সম্পর্কিত খবর জানানো যাবে নম্বরগুলিতে। তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যসচিব নজরদারি চালাচ্ছেন। হাওড়া পুরসভা ও কলকাতা পুরসভা সমন্বয় রেখে কাজ করছে। উত্তর কলকাতার একাধিক জায়গায় জল নামতে শুরু করলেও দক্ষিণ কলকাতার অধিকাংশ এলাকা এখনও জলমগ্ন।

 

আজ, মঙ্গলবার পুজো উদ্বোধন বন্ধ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতার কোনও পুজোর উদ্বোধন করবেন না মুখ্যমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল বা বুধবার থেকে আবার উদ্বোধন শুরু হবে কলকাতায়। যে সব জেলার আবহাওয়া ভাল রয়েছে, বাড়ি থেকে ভার্চুয়ালি সেই সব পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen