Kolkata Airport: প্রবল বর্ষণে ব্যাহত বিমান পরিষেবা, বাতিল ৪০টির বেশি ফ্লাইট

September 23, 2025 | 2 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৯:  রাতভর টানা বর্ষণে জলমগ্ন কলকাতা। এর প্রভাব এসে পড়ল বিমান চলাচলেও। কলকাতা বিমানবন্দরের ভেতরে কিছু জায়গায় জল জমলেও রানওয়ে সচল ছিল। তবে আশেপাশের রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় বিমানবন্দরে পৌঁছতে বিপাকে পড়েন কর্মী, পাইলট ও যাত্রীরা। এর জেরে একাধিক উড়ান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়তে বাধ্য হয়েছে বলে জানা গেছে। সোমবার বাতিল করতে হয়েছে ৪০টিরও বেশি ফ্লাইট।

সোমবার ভোররাত তিনটার সময় প্রবল বৃষ্টির পাশাপাশি হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। সেই পরিস্থিতিতে পুনে থেকে কলকাতায় নামার কথা থাকা ইন্ডিগোর একটি উড়ান নিরাপদে অবতরণ করতে না পেরে ভুবনেশ্বরে ডাইভার্ট করে। পরে দুপুরে সেটি আবার কলকাতায় ফিরে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ওই একটি ছাড়া আর কোনও বিমান ডাইভার্ট হয়নি। যদিও অ্যাপ্রন এলাকায় জল জমে কিছু অসুবিধা তৈরি হয়েছিল, যা পরে পাম্প চালিয়ে সরানো হয়।

সমস্যার মূল কেন্দ্র ছিল শহরের বাইরে যাওয়ার রাস্তাগুলি। ভোর থেকে বিধাননগর-ভিআইপি রোড, হলদিরাম চত্বর ও দমদম-সংলগ্ন যশোর রোডে জল জমে যায়। বহু গাড়ি আটকে পড়ে। কেউ কেউ ফ্লাইট মিসও করেন। নিউ টাউন ঘুরে যাওয়ার চেষ্টা করলেও চিনার পার্ক মোড়ের জল জমে থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছতে দেরি হয়।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পাইলট ও কেবিন ক্রুরা। জলযন্ত্রণায় সময়মতো বিমানবন্দরে পৌঁছতে না পারায় কলকাতা থেকে ছাড়ার কথা থাকা বহু ফ্লাইট দেরি হয়। শুধু তাই নয়, ক্রুর অভাবে ২০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। সোমবার দিনভর বাতিল হয়েছে প্রায় ৪০টিরও বেশি ফ্লাইট। এর সঙ্গে যুক্ত হয় কলকাতা থেকে উড়ে গিয়ে ফিরে আসা ভুবনেশ্বর, পাটনা, গুয়াহাটির মতো গন্তব্যের আরও বেশ কিছু ফ্লাইট। সকাল থেকে একাধিক উড়ান কিছুটা দেরিতে চললেও দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবু অনেক যাত্রী বিমানবন্দরে পৌঁছতে ব্যর্থ হন। পরিষেবা স্বাভাবিক রাখতে সব দিক থেকেই উদ্যোগ নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen