৩৯ বছরে একদিনের রেকর্ড বৃষ্টি কলকাতায়, তথ্য প্রকাশ মৌসম ভবনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৪: রাতভর ধারাবাহিক বর্ষণে স্তব্ধ কলকাতা। সেপ্টেম্বরে একদিনের বৃষ্টিতে ৩৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল মহানগর। কলকাতা শহরে সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এত বৃষ্টি হয়েছে যে, এটি গত ৩৯ বছরে এক দিনে সর্বোচ্চ রেকর্ডে পরিণত হয়েছে। ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরে ২৪৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই গভীর রাত থেকে ভোরের ছয় ঘণ্টায় পড়েছে।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলকাতায় গড় বৃষ্টিপাতের তুলনায় ২,৬৬৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এর পরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাওড়ায়, যেখানে গড় বৃষ্টিপাতের তুলনায় ১,০০৬ শতাংশ বেশি।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের কারণে জমে থাকা মেঘ থেকে এত প্রবল বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় ২৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সামগ্রিকভাবে, এটি শহরের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ রেকর্ড। আবহবিদদের মতে, যদি এক ঘণ্টায় আরও ২ মিলিমিটার বৃষ্টি হতো, তবে এই প্রবল বর্ষণকে ‘মেঘভাঙা বৃষ্টি’ হিসেবে চিহ্নিত করা যেত।
প্রবল বর্ষণের কারণে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। বাকিদের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় রাতভর এত বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ দেখা দিতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী অঞ্চলে পৌঁছাতে পারে। এর প্রভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও বৃষ্টির তীব্রতা কমে এসেছে, তবুও মঙ্গলবার বিকেল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন ছিল। রাস্তায় গাড়ির সংখ্যা অনেকটাই কমে গেছে এবং পুজোর আগে দোকান-বাজারেও ক্রেতার উপস্থিতি প্রায় নেই বললেই চলে।