পুজোর চারদিন সারারাত চলবে মেট্রো
September 23, 2025
|
< 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৩: উৎসবপ্রেমী বাঙালির কথা মাথায় রেখে প্রতি বছর পুজোর সময় রাতেও পরিষেবা চালু রাখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাতভর চলে কলকাতার উত্তর-দক্ষিণ প্রান্তে চলে মেট্রো। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পুজোর মূল চারটি দিন – সপ্তমী, অষ্টমী, নবমীতেও সারারাত চলবে মেট্রো। সেইসঙ্গে পঞ্চমী, ষষ্ঠী ও দশমীতে কোন লাইনে, কখন মেট্রো চলবে জানায়। এবারও, ব্লু লাইনে গতবারের মতো বেলায় চালু হবে মেট্রো পরিষেবা। ৬ থেকে ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।
- ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)
পঞ্চমী: সকাল ৮টা থেকে রাত ১১টা
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১টা
সপ্তমী থেকে নবমী: দুপুর ১টা থেকে ভোর ৪টে
দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা
- গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
পঞ্চমী: সকাল ৭.৩০ থেকে রাত ১১টা, (ডাউন) সকাল ৭.৪৪ থেকে রাত ১১.১৬
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১.২৮, (ডাউন) সকাল ৯.০২ থেকে রাত ১১.২০
সপ্তমী থেকে নবমী: দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬, (ডাউন) দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮
দশমী: দুপুর ১ টা থেকে রাত ১০টা, (ডাউন) দুপুর ১.৩২ থেকে রাত ১০.৩২